রুশ আগ্রাসনে পুরোপুরি বিপর্যস্ত ইউক্রেনের বন্দর নগরী মারিওপোল। রয়টার্স বলছে, প্রতি ৩০ মিনিটে শহরটির কোথাও না কোথাও হচ্ছে গোলাবর্ষণ নতুবা বিমান হামলা।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা, আইসিআরসি জানিয়েছে, শহরটিতে দ্রুত ফুরিয়ে আসছে খাবার ও সুপেয় পানির মজুদ। এদিকে সাময়িক অস্ত্রবিরতি দিলেও হামলার কারণে সরানো যাচ্ছে না বেসামরিক নাগরিকদের। তাতে বাড়ছে দুর্ভোগ। স্বেচ্ছাসেবীরা আশঙ্কা করছেন, মানবিক বিপর্যয়ের মধ্যে পড়তে পারে বন্দর নগরীটি।
বৃহস্পতিবারও রুশ বিমান হামলায় ধ্বংসস্তুপে পরিণত হয় একটি মেটারনিটি হাসপাতাল। প্রাণ হারায় শিশুসহ কমপক্ষে তিন জন। গুরুতর আহত হয়েছে শিশু, হাসপাতাল কর্মী, চিকিৎসকসহ আরও অন্তত ১৭ জন।
প্রসঙ্গত, অভিযানের শুরু থেকেই মারিওপোল দখলের লক্ষ্যে নেমেছিলো রুশ সেনাবাহিনী। কিন্তু শক্ত প্রতিরোধ নিয়ে এখনও টিকে রয়েছে ইউক্রেনের শহরটি।