ইউক্রেন-রাশিয়া আলোচনায় ‘ইতিবাচক’ অগ্রগতি হয়েছে : পুতিন

0
15

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্য অনুযায়ী রুশ ও ইউক্রেনীয় পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যকার আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে।

মস্কোতে রাশিয়ার মিত্র দেশ বেলারুসের নেতা আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সাথে বৈঠকে পুতিন বলেছেন, ‘আমাদের পক্ষের আলোচনাকারীরা আমাকে জানিয়েছেন যে কয়েকটি ইতিবাচক পরিবর্তনের বিষয়ে কথা হয়েছে।’

এখন পর্যন্ত দুই দেশের সীমান্তে দুই পক্ষের মধ্যে মধ্যে তিন দফায় বৈঠক হয়েছে এবং বৃহস্পতিবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে বৈঠক করেছেন।

তবে এখন পর্যন্ত এই আলোচনায় কোনো সুনির্দিষ্ট ফলাফল পাওয়া যায়নি।

রাশিয়ার ওপর আরোপ করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেশের জন্য ইতিবাচক হতে পারে – এমন মন্তব্যও করেন পুতিন।

তিনি বলেন, ‘এরকম সময়ে সুযোগ পাওয়া যায় অর্থনীতি শক্তিশালী করা ও প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার।’

 

সৈন্যের চেয়ে বেসামরিক নাগরিক বেশি মারা গেছেন : ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী

ইউক্রেনের রুশ সেনা অভিযানের দুই সপ্তাহে রুশ বাহিনী ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যদের চেয়ে বেশি সংখ্যক বেসামরিক নাগরিক হত্যা করেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ।

তিনি বলেন, ‘আমি চাই এই বার্তা শুধু কিয়েভ নয়, সারা বিশ্বের কাছে যেন পৌঁছায়।’

এমন সময় তিনি এই মন্তব্য করলেন যখন রুশ বাহিনী ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা প্রসারিত করছে বলে খবর পাওয়া যাচ্ছে।

 

সূত্র : বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here