ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন থামাতে তুরস্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈঠক। এতে অংশ নিচ্ছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এটি হতে যাচ্ছে তুরস্কের পরররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লুর আমন্ত্রণে। খবর বিবিসির।
বৃহস্পতিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বৈঠকে অংশ নেওয়ার জন্য তুরস্কে পৌঁছেছেন।
এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবার তুরস্কে পৌঁছান।
রাশিয়ার হামলা শুরুর পর থেকে এটিই হতে যাচ্ছে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে প্রথম বৈঠক।
যদিও এ বৈঠক থেকে খুব বেশি প্রত্যাশা নেই বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে ল্যাভরভকে ‘অপপ্রচার চালানোর জন্য নয় বরং সরল বিশ্বাসে’ অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবা বলেন, এ বৈঠক নিয়ে আমার প্রত্যাশা একেবারেই কম। আমরা যুদ্ধবিরতির বিষয়ে আগ্রহী, আমরা চাই আমাদের দখল হওয়া অঞ্চলগুলো মুক্ত হোক। এ ছাড়া মানবিক সমস্যাগুলোর সমাধান জরুরি।
যদিও এ বৈঠক নিয়ে বেশ আশাবাদী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।
তিনি আশা করছেন, রাশিয়া-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে হতে যাওয়া বৈঠক ‘স্থায়ী যুদ্ধবিরতির দরজা খুলে দেবে’।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।