ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবার সাথে বৃহস্পতিবারের বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে আলোচনার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৈঠকের পরে একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। এতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুও জড়িত ছিলেন।
‘প্রেসিডেন্ট পুতিন কখনই যোগাযোগ রাখতে অস্বীকার করেননি, আমরা শুধুমাত্র নিশ্চিত হতে চাই যে, যোগাযোগের স্বার্থে যোগাযোগ রাখা হবে না বরং নির্দিষ্ট চুক্তির আনুষ্ঠানিকতা করার জন্য হবে। আমরা আজ এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবা এই প্রস্তাব দিয়েছেন। এবং আমি তাকে মনে করিয়ে দিয়েছিলাম যে, আমরা সবসময় এমন আলোচনায় আগ্রহী যার মাধ্যমে ফলাফল আসতে পারে এবং সমস্যাগুলো সমাধান হতে পারে,’ ল্যাভরভ উল্লেখ করেছেন।
তার মতে, কিয়েভ বিগত বছরগুলোতে মিটিং চেয়েছিল কিন্তু তার বাধ্যবাধকতা বাস্তবায়ন এড়িয়ে যায়। ‘আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে, যখন কিয়েভ দ্বারা মিনস্ক চুক্তিগুলো সম্পূর্ণরূপে অগ্রাহ্য করা হয়েছিল তখন জেলেনস্কি (ইউক্রেনের প্রেসিডেন্ট) বলতে থাকেন, ‘চলুন দেখা করা যাক, আসুন শেষ পর্যন্ত আবার দেখা করি।’ তিনি জোর দিয়ে বলেন, ‘২০১৯ সালে, সেখানে যে সিদ্ধান্তগুলো নেয়া হয়েছিল সেগুলো কিয়েভে নির্দেশিত হয়েছিল। কিন্তু সেগুলোর কোনওটিই বাস্তবায়িত হয়নি, তারা আবার আরেকটি বৈঠকের জন্য আহ্বান জানাতে শুরু করেছে।’
ল্যাভরভ যোগ করেছেন যে, পুতিন জেলেনস্কির সাথে বৈঠকের সম্ভাবনা প্রত্যাখ্যান করেননি তবে এই ধরনের আলোচনার জন্য পুরোপুরি প্রস্তুত হওয়া উচিত। ‘প্রস্তুতির প্রয়োজন আছে, তারা বেলারুশের আয়োজনে আলোচনার পরিপ্রেক্ষিতে চলছে, তিন দফা আলোচনা হয়েছে, ইউক্রেন আমাদের সম্পূর্ণ নির্দিষ্ট প্রস্তাব পেয়েছে এবং সুনির্দিষ্ট প্রতিক্রিয়া দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তাই আমরা তাদের জন্য অপেক্ষা করছি।’
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারী, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডনবাস প্রজাতন্ত্রের প্রধানদের অনুরোধের ভিত্তিতে একটি বিশেষ সামরিক অভিযানের ঘোষণা করেছিলেন। রাশিয়ান নেতা জোর দিয়েছিলেন যে, মস্কোর ইউক্রেনীয় অঞ্চলগুলো দখল করার কোন পরিকল্পনা নেই এবং লক্ষ্য ছিল দেশটিকে নিরস্ত্রীকরণ এবং ডিনাজিফাই করা। সূত্র: তাস।