ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া: দাবি হোয়াইট হাউজের

0
19

ইউক্রেনের বিরুদ্ধে রাসায়নিক ও জীবাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করতে পারে রাশিয়া। বুধবার এমন দাবি করেছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।

 

সংবাদ সম্মেলনে হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি জানান, এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এতে সতর্ক দৃষ্টি রাখবে ওয়াশিংটন। আংশিকভাবে দেখা গেছে যে, এসব কাজে রাশিয়া অন্যান্য জায়গায়ও জড়িত ছিল। বিশেষ করে সিরিয়ায়, যেখানে তার মিত্ররা রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল।

 

মিসেস সাকি আরও বলেন, আমাদের সকলের এই বিষয়টি নজরে থাকা উচিত। কারণ রাশিয়া সম্ভবত ইউক্রেনে রাসায়নিক বা জৈবিক অস্ত্র ব্যবহার করতে পারে। সেগুলি ব্যবহার করে রাশিয়া একটি মিথ্যা অজুহাত দিতে পারে।

 

এর আগে রাশিয়া দাবি করে, ইউক্রেনের বেশ কয়েকটি গবেষণাকেন্দ্রে জীবাণু অস্ত্র তৈরির কাজ চলছিল। যাতে অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। একে জাতিসংঘের জৈবিক অস্ত্র সংক্রান্ত বিধির লঙ্ঘন বলে আখ্যা দেয় মস্কো। তবে এ অভিযোগকে ভিত্তিহীন ও অযৌক্তিক বলে দাবি করেন জেন সাকি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here