বাইডেনের ফোন কলে সাড়া দিচ্ছে না সউদী-আমিরাত

0
17

ইউক্রেনের জন্য সমর্থন এবং তেলের মূল্য নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র যখন আন্তর্জাতিক সমর্থন তৈরিতে কাজ করছেন তখন এই খবর সামনে এসেছে।

মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সংবাদপত্রটিকে জানিয়েছেন, সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং ইউএই এর যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান উভয়েই সম্প্রতি বাইডেনের সঙ্গে কথা বলতে যুক্তরাষ্ট্রের অনুরোধে সাড়া দেননি।

ইয়েমেনের গৃহযুদ্ধে তাদের হস্তক্ষেপে আরও বেশি সহায়তা চায় সউদী আরব। এছাড়া রিয়াদের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে সাহায্য এবং যুক্তরাষ্ট্রে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আইনি দায়মুক্তি চায় সউদী আরব। আর এসব দাবির কথা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন সউদী কর্মকর্তারা।

২০১৮ সালে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে মামলার মুখে পড়েছেন সউদী যুবরাজ।

নির্বাচনি প্রচারণার সময়ে বাইডেন সউদী আরবকে ‘জাতিচ্যুত’ রাষ্ট্র আখ্যা দেন। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের জন্য সউদী আরবকে মূল্য দিতে হবে বলেও প্রতিশ্রুতি দেন বাইডেন।

 

এদিকে, সংযুক্ত আরব আমিরাত এবং সউদী আরবে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে মার্কিন প্রতিক্রিয়ায় সউদী আরবের মতো একই উদ্বেগ রয়েছে সংযুক্ত আরব আমিরাতের। সূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here