পশ্চিমাদের নিষেধাজ্ঞার ‘শক্তিশালী’ জবাব দিতে কাজ চলছে, হুমকি রাশিয়ার

0
33

দুই সপ্তাহ আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ রুশ সশস্ত্র বাহিনী ইউক্রেন আক্রমণ করে। এরপর থেকে পশ্চিমা মিত্র দেশগুলো রাশিয়ার ওপর বিভিন্ন ক্ষেত্রে একের পর এক নিষেধাজ্ঞা প্রদান করছে।

 

রাশিয়া সতর্ক করে বলেছে, পশ্চিমাদের নিষেধাজ্ঞা ‘দ্রুত জবাব’ দিতে তাদের নেতারা কাজ করছেন। খবর রয়টার্সের।

ব্রিটিশ সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার ‘ব্যাপক জবাব’ দেওয়া হবে বলে সতর্ক করেছে রাশিয়া। তারা বলছে , এই জবাব হবে ‘দ্রুত’ এবং ‘অধিকাংশ সংবেদনশীল ক্ষেত্রে’।

 

ইউক্রেনে আক্রমণের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সর্বশেষ রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। মঙ্গলবার তিনি এ ঘোষণা দিয়ে বলেন, এই আমদানি বন্ধের ফলে তার দেশকে মূল্য দিতে হবে।

কিন্তু আইনপ্রণেতারা এমন পদক্ষেপের ব্যাপারে একমত।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিভাগের পরিচালক দিমিত্রি বিরিচেভস্কি বলেন, রাশিয়ার জবাব হবে দ্রুত, দূরদর্শী এবং সংবেদনশীল।

 

সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here