রাশিয়া ও ইউক্রেনের চলমান সংঘাতের মধ্যে দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করতে যাচ্ছেন। আজ বুধবার বিবিসি অনলাইনের লাইভে এ তথ্য জানানো হয়।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা তুরস্কে বৈঠক করবেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। লাভরভ ও কুলেবার মধ্যে চলতি সপ্তাহেই বৈঠকটি হতে পারে বলে জানানো হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেনে রুশ হামলা শুরুর পর এই প্রথম দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হতে যাচ্ছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজ সকালে বলেছেন, লাভরভ একটি আন্তর্জাতিক কূটনৈতিক ফোরামের আয়োজনে যোগ দিতে তুরস্কের আন্টালিয়ায় যাবেন। সেখানেই তাঁর সঙ্গে কুলেবার বৈঠকের পরিকল্পনা করা হয়েছে।
মারিয়া জাখারোভার উদ্ধৃতি দিয়ে এই খবর প্রচার করেছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরআইএ নভোস্তি।
লাভরভ ও কুলেবার মধ্যকার বৈঠকটির প্রস্তাবক তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলিত সাভাসগলু। তিনি একটি ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন। অর্থাৎ, লাভরভ ও কুলেবার সঙ্গে বৈঠকে তিনিও অংশ নিতে চান।
এখন পর্যন্ত যে তথ্য জানা গেছে, সে অনুযায়ী বৈঠকটি কাল বৃহস্পতিবার (১০ মার্চ) অনুষ্ঠিত হবে। পরদিন ১১ মার্চ কূটনৈতিক ফোরামের অনুষ্ঠান হওয়ার কথা।
রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে বেলারুশ সীমান্তে একাধিক দফার শান্তি আলোচনা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এই আলোচনার অগ্রগতি সামান্য।
ইউক্রেনে রুশ সামরিক অভিযান আজ ১৪তম দিনে গড়িয়েছে। রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বেশ কয়েকটি শহরে আজ সকালে ‘এয়ার সাইরেন’ বাজানো হয়। কিয়েভ ও আশপাশের এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।