সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং আশপাশের এলাকায় আবারও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, কিয়েভ ও আশেপাশের এলাকায় অবস্থানরত সাংবাদিকরা ধারাবাহিক বিস্ফোরণের খবর দিচ্ছেন।
এদিকে শহরজুড়ে আবারও বিমান হামলার সাইরেন বেজে উঠেছে।
সাংবাদিকদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টায় কিয়েভে বিমান হামলার সাইরেন শোনা যায়।