ইউক্রেনে সামরিক অভিয়ান শুরুর পর দুই থেকে চার হাজার রাশিয়ান সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান স্কট বেরেয়ার দেশটির কংগ্রেসশনাল শুনানিতে এই তথ্য জানান।
স্কট বেরেয়ার বলেন, তাদের (রাশিয়া) পরিকল্পনা খারাপ ছিল। হতাহতের এই সংখ্যা গোয়েন্দা এবং ওপেন সোর্স রিপোর্টিংয়ের ভিত্তিতে করা হয়েছে। খবর বিবিসি অনলাইনের।
এ দিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভে দুই পক্ষের সংঘর্ঘে রাশিয়ার এক জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হয়েছেন।
উল্লেখ্য, মঙ্গলবার ইউক্রেনে রাশিয়ার অভিযানের ১৩ তম দিন চলছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনারা। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।