১২০০ কিলোমিটার পথ একা গেলো ১১ বছর বয়সী ইউক্রেনীয়ান

0
0

পূর্ব ইউক্রেন থেকে একা একা ১২০০ কিলোমিটার পথ অতিক্রম করে নিরাপদে স্লোভাকিয়ায় পৌঁছেছে ১১ বছর বয়সী এক বালক। পুরো যাত্রা পথে তার সঙ্গে কেবল দুটি ছোট ব্যাগ এবং একটি পাসপোর্ট ছিল। আর ছিল স্বজনদের ফোন নাম্বার।

এই বালকের নাম হাসান। সে ইউক্রেনের জাপোরিঝজিয়া শহর থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে একাই রওনা দেয়। কারণ তার বৃদ্ধ নানীকে ছেড়ে যেতে চায়নি তার মা। তার মাকে তাকে একটি ট্রেনে উঠিয়ে দেয়। আর সে যখন সীমান্তে পৌঁছায় তখন কাস্টম কর্মকর্তারা তাকে সাহায্য করেছে।

কর্মকর্তারা বলেছেন, সে ছিল প্রকৃত হিরো এবং হাসি দিয়ে সে সবাইকে জয় করে নিয়েছে। সীমান্ত পার হওয়ার পর স্বেচ্ছাসেবীরা তাকে গ্রহণ করে এবং খাবার ও পানীয় দেয়। আর কাস্টম কর্মকর্তারা স্লোভাকিয়ার রাজধানীতে থাকা তার আত্মীয়দের সঙ্গে ফোনে কথা বলে।

স্লোভাকিয়ার পুলিশ এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে হাসানের মা তার ছেলের যত্ন নেওয়ায় সবাইকে ধন্যবাদ দেন এবং কেন ছেলেটিকে একা একা এতোদূর যেতে দিয়েছেন তা জানান।

তার মা বলেন, আমাদের পার্শ্ববর্তী শহরে একটি পাওয়ার প্লান্ট রয়েছে। সেখানে রাশিয়া গোলা নিক্ষেপ করছে। মাকে আমি ছেড়ে যেতে পারবো না। তিনি নিজে নিজে চলাফেরা করতে পারেন না। তাই আমি ছেলেকে স্লোভাকিয়া পাঠিয়েছি।

উল্লেখ্য, মঙ্গলবার ইউক্রেনে রাশিয়ার অভিযানের ১৩ তম দিন চলছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনারা। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here