কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকার লম্বাশিয়া ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় পুড়ে গেছে চার শতাধিক ঘরবাড়ি, দোকান।
নিহত শিশু বালুখালী এলাকার লম্বাশিয়া ৫ নম্বর ক্যাম্পের ডি বল্কের বাসিন্দা মো. করিমের ছেলে মো আয়াস (৪)।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উখিয়া স্টেশনের কমকর্তা জাহেদ চৌধুরী সমকালকে এই তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার বিকেল ৪টার দিকে আমরা ক্যাম্পে অগ্নিকাণ্ডের খবর পাই। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্যাম্পের একটি ঝুপড়ি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।’
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উখিয়া স্টেশনের টিম লিডার পুইসা মারমা জানান, শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চলতি বছর ৯ জানুয়ারি কক্সবাজারের উখিয়ার শফিউল্লাহকাটা নামে একটি শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় শতাধিক ঘর পুড়ে যায়। তিন হাজারের বেশি মানুষ আশ্রয় হারান। এর আগে ২ জানুয়ারি উখিয়া বালুখালী ২০ নম্বর ক্যাম্পের জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যায় ১৫ জন রোহিঙ্গা। তখন ১০ হাজারের মতো ঘর পুড়ে ছাই হয়েছিল।