আন্তর্জাতিক ব্যবসায়ী কোম্পানিগুলোকে রাশিয়াকে বয়কটের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। এক খোলা চিঠিতে এই আহ্বান জানান তিনি।
টুইটারে পোস্ট করা ওই চিঠিতে কুলেবা বলেন, নৈতিকভাবে এবং সামাজিকভাবে দায়িত্বশীল বিশ্বের ব্যবসায়ীদের রাশিয়ার সঙ্গে বা রাশিয়াতে ব্যবসা বন্ধ বা স্থগিতের অনুরোধ করছে ইউক্রেন। খবর আল-জাজিরার।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর পাশ্চাত্যের দেশগুলো রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান রাশিয়ার সঙ্গে সম্পর্কচ্ছেদ এবং রাশিয়ায় নিজেদের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। সর্বশেষ মঙ্গলবার বিশ্বের সর্র্ববৃহৎ জ্বালানি তেল ব্যবসা প্রতিষ্ঠান শেল রাশিয়ার সঙ্গে ব্যবসা বন্ধের কথা জানিয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার ইউক্রেনে রাশিয়ার অভিযানের ১৩ তম দিন চলছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনারা। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।