মধুখালী উপজেলা প্রতিনিধি : ফরিদপুরের মধুখালি উপজেলার এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বিদ্যালয়ের অফিস সহকারীর স্ত্রীকে নিয়ে উধাও হয়েছিলেন। দীর্ঘদিন পরে আবার এলাকার কতিপয়় টাউট-বাটপারদের নিয়ে স্কুলে যোগদান করার জন্য এসেছিলেন। এলাকাবাসীর প্রতিরোধের মুখে পালিয়ে নিজের পিঠ রক্ষা করেছেন। এ ব্যাপারে মধুখালী থানায় একটি জিডি করা হয়েছে।
কেরানির স্ত্রীকে নিয়ে উধাও হয়ে যাওয়ার পরে স্কুল কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। শাহজাহান মৃধা এই বরখাস্তের আদেশ কে তোয়াক্কা না করেই এলাকার কিছু টাউট-বাটপার শ্রেণীর লোকজনকে নিয়ে স্কুলে যোগদান করতে আসে। এলাকায় ক্ষুব্দ অভিভাবকরা তাকে যোগদান করতে দেয়নি।
মীরের কাপাষহাটিয়া হাই স্কুলের ওই প্রধান শিক্ষকের নাম মো. শাহজাহান মৃধা। তার বাড়ি বোয়ালমারী উপজেলার কাদিরদী গ্রামে। তার এক ছেলে আমেরিকায় বসবাস করেন। তিনি বর্তমান কর্মস্থলের পাশাপাশি বোয়ালমারী উপজেলার কাদিরদী গ্রামে অবস্থিত ‘কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়’এর প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগ পেতে চেষ্টা করছেন। এজন্য পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করেছেন বলে সূত্রটি জানায়। কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের একাধিক অভিভাবক ‘বিতর্কিত’ ওই শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে দেখতে চান না বলে সাংবাদিকদের জানান।
স্থানীয় এক অধিবাসী বলেন, ‘মধুখালি উপজেলার মীরের কাপাষাটিয়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ময়েনউদ্দিন মোল্যা মোহনের স্ত্রী ও দুই সন্তানের জননী মমতাজ মোহনের সঙ্গে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান মৃধার কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রধান শিক্ষকের বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই অফিস সহকারীর বাড়ি। এই কারণে ওই প্রধান শিক্ষক বিভিন্ন অজুহাতে অফিস সহকারীর বাড়িতে যেতেন। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং গত ২৭ সেপ্টেম্বর প্রধান শিক্ষক ওই মহিলাকে নিয়ে উধাও হন।’
অফিস সহকারী ময়েনউদ্দিন মোল্যা বলেন, ‘তার স্ত্রী ২৭ সেপ্টেম্বর থেকে নিখোঁজ। এজন্য ২৯ সেপ্টেম্বর মধুখালি থানায় জিডি করেছি।’
এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. শাহজাহান মৃধা বলেন, ‘আমি একটু ব্যস্ত আছি। আমার একটা ইসের কারণে আমার মা অসুস্থ। আমি এক ঘন্টা পরে ফোন দিচ্ছি। আজকে নিউজটা করার দরকার নাই।’ এক ঘন্টা পরে ফোন দিলে তিনি আর মোবাইল রিসিভ করেননি।