জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘জিডিপির সত্যিকার সুফল জনগণ পাচ্ছে না। ধনীরা ক্রমাগত ধনী হচ্ছে, গরিবরা ক্রমাগত গরিব হচ্ছে। বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারি বিভিন্ন সংস্থার সুষ্ঠু পরিকল্পনার অভাব রয়েছে; যার ফলে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল থাকছে না। বিশ্বের অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতিতে প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে।’
মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে এফডিসিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছা নিয়ে এক ছায়াসংসদে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মঙ্গলবার (০৮ মার্চ) গণমাধ্যমে ডিবেট ফর ডেমোক্রেসির পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতি চলতে থাকলে দুর্ভিক্ষ সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়। প্রয়োজনে মেগা প্রজেক্টগুলো বন্ধ করে ভর্তুকি প্রদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানো জরুরি। ক্রয়ক্ষমতা তৈরি করা সম্ভব না হলে বাজারে পণ্য থাকলেও মানুষ তা কিনতে পারবে না। তাই আয় বৈষম্য কমিয়ে সাধারণ মানুষের সক্ষমতা বৃদ্ধি করতে হবে।’
‘বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় বাধা দুর্নীতি। মধ্যস্বত্বভোগীরা সব সময়ই সিন্ডিকেটের মাধ্যমে জনগণকে প্রতারিত করে থাকে। একে প্রতিরোধে শক্তিশালী বাজার মনিটরিং টিম গঠন ও বাস্তবায়ন করা জরুরি। সরকারকে বুঝতে হবে টিসিবির পণ্য বিক্রয়ের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। মানুষের উপলব্ধি সরকারকে বুঝতে পারছে না।’ যোগ করেন তিনি।
চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়া ও রাশিয়া-ইউক্রেন পরিস্থিতির কারণে ভোগ্যপণ্যের দাম কিছুটা বাড়তে পারে। কিন্ত কী কারণে ভোজ্য তেল, শাক-সবজি, মাছ-মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ বেড়ে গেল। যত দ্রুত সরকারকে দ্রব্যমূল্যের এই লাগামহীন ঘোড়াকে টেনে ধরতে হবে।