রুশ-ইউক্রেন সংঘাতের মধ্যেই সামরিক বাজেট বাড়ালো চীন

0
0

প্রতিরক্ষা খাতে ব্যয় গত বছরের তুলনায় ৭ শতাংশ বাড়িয়ে বাজেট ঘোষণা করেছে চীন। রাশিয়া-ইউক্রেন চলমান উত্তেজনার মাঝেই এ সিদ্ধান্ত নিলো দেশটি।

 

শনিবার (৫ মার্চ) দেশটির ন্যাশনাল পিপলস কংগ্রেসে উত্থাপন করা হয় খসড়া এ বাজেট। ২০১৯ সালে দেশটি প্রতিরক্ষা বাজেট ৭.৫ শতাংশ বৃদ্ধি করেছিল। সেবারের পর এইবারই বৃদ্ধির হার সর্বোচ্চ।

 

অর্থাৎ, এ বছরের অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জামের পেছনে ২২ হাজার ৯০০ কোটি ডলার ব্যয় করবে বেইজিং। ২০২১ সালে এ ব্যয় ছিল ২০ হাজার ৯০০ কোটি ডলার। সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গেল কয়েক বছর ধরেই সামরিক বাজেট বাড়াচ্ছে দেশটি।

 

বিশ্লেষকরা বলছেন, ওই অঞ্চলে মার্কিন কর্তৃত্ব মোকাবিলায় নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে মরিয়া দেশটি। সামরিক বাজেটের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। ৩০ লাখ সেনা নিয়ে বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনী রয়েছে দেশটির।

চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধে কাউকেই প্রত্যক্ষ সমর্থন দিচ্ছে না চীন। তবে জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবে ভোটদান থেকে বিরত ছিল নিরাপত্তা পরিষদের এই স্থায়ী সদস্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here