মুহিব উল্লাহ হত্যা: ‘আরসা’ ওলামা শাখার প্রধান জকোরিয়া গ্রেপ্তার

0
16

কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পের শীর্ষ নেতা মুহিব উল্লাহ হত্যার ফতোয়াদাতা হিসেবে অভিযুক্ত মুফতি জকোরিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে ১৪-এপিবিএন পুলিশ সদস্যরা। গ্রেপ্তার জকোরিয়া আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা) ওলামা কাউন্সিল প্রধান ছিলেন।

পুলিশ বলছে, গ্রেপ্তার মুফতি জকোরিয়া কুতুপালং ক্যাম্প-১ ইষ্ট ডি/৮ ব্লকের আব্দুল করিমের ছেলে। তিনি আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যানিটির (এআরএসপিএইচ) চেয়ারম্যান মহিবুল্লাহ হত্যাকাণ্ডের ফতোয়াদাতা এবং কথিত ‘আরসা’ ওলামা শাখার প্রধান কমান্ডার। মুহিব উল্লাহ হত্যার পর দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি।

এপিবিএন অধিনায়ক (এসপি) নাইমুল হক।

অধিনায়ক নাইমুল হক জানান, শনিবার রাতে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্প পুলিশ অভিযান পরিচালনা করে কথিত আরসার ওলামা শাখার প্রধান কমান্ডার জকোরিয়াকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, ২০১৫ সালে মিয়ানমার থেকে এসে সে আবার ফেরত যায়। সর্বশেষ ২০১৭ সালে সেদেশ থেকে পালিয়ে উখিয়া লম্বাশিয়া আশ্রয় নেন। এরপর ২০১৯ সালে আরসা ফতোয়া বিভাগের দায়িত্ব পান জকোরিয়া এবং ২০২০ সালে আরসার কুতুপালং ক্যাম্প এলাকার ওলামা শাখার প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ক্যাম্পের বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে তখন তার সঙ্গে বিরোধ সৃষ্টি হয় রোহিঙ্গাদের অধিকার আদায়ের শীর্ষ নেতা আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিব উল্লাহর সঙ্গে।

 

এপিবিএনের এ কর্মকর্তা জানান, মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর ক্যাম্প এলাকায় সাঁড়াশি অভিযান শুরু হলে জকোরিয়া আত্মগোপনে চলে যায়। কিন্তু তাকে ধরার জন্য ১৪ এপিবিএন হত্যাকাণ্ডের পর থেকেই গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছিল। দীর্ঘ চার মাস প্রচেষ্টায় লম্বাশিয়া ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হলো। তাকে রোহিঙ্গা ক্যাম্পে দুস্কৃতিকারীদের মদদদাতাদের শীর্ষ পরামর্শক হিসেবে বিবেচনা করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

প্রসঙ্গত, গত বছরের ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্পে নিজ কার্যালয়ে অস্ত্রধারীর গুলিতে নিহত হন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যানিটি (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিব উল্লাহ। পরেরদিন ৩০ সেপ্টেম্বর মুহিব উল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত সরাসরি মুহিব উল্লাহ কিলিং মিশনে অংশ নেওয়া আজিজুল হকসহ জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন। যাদের ৪ জন ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here