হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

0
0

নারী বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে হেরেছে বাংলাদেশ দল। শুরুটা দুর্দান্ত করলেও একের পর এক উইকেট হারিয়ে শেষটা ভালো হলো না নিগার-জাহানারাদের।

 

শনিবার টস জিতে টস জিতে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ। ফারিহা তৃষ্ণার দুর্ধর্ষ বোলিংয়ে শুরু থেকে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। সপ্তম ওভারে প্রথম উইকেটের পতন ঘটে। এরপর আরো দুটি উইকেট পান তিনি। জাহানারা আলম তুলে নেন আরো দুটি। ফলে ২০৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার নারী দল।

ব্যাট হাতে ক্রিজে নেমে দুর্দান্ত সূচনা করেছেন দুই উদ্বোধনী ব্যাটার শারমিন সুলতানা ও শারমিন আক্তার। কিন্তু আংবোঙা খাকার দুর্ধর্ষ বোলিংয়ে লণ্ডভণ্ড হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। চারটি উইকেট শিকার করেন তিনি।

 

বাংলাদেশের উদ্বোধনী জুটির সংগ্রহ যখন ৬৯, তখন ভাঙন ধরান আংবোঙা খাকা। শারমিন সুলতানাকে ২৭ রানে সাজঘরে ফেরান তিনি। এরপর ২১.৩ ওভারে শারমিন আক্তারকেও ফেরান তিনি। মোরশেদা খাতুন তার তৃতীয় শিকার। আর চতুর্থ উইকেট তুলে রোমানা আহমেদকে নিয়ে।

 

এরপর দলের হাল কেউ বেশিক্ষণ ধরে রাখতে পারেননি। ধারাবাহিক উইকেট পতনে ১৭৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশের নারী দল। ৩২ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here