পিরোজপুরে ১২ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু ও ৫ জন আহতের ঘটনা ঘটেছে। পিরোজপুর-মঠবাড়িয়া রুটে ট্রাকের সঙ্গে অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে এক অটোযাত্রী নিহত হয়েছেন এবং চার যাত্রী আহত হয়েছেন। এর ১২ ঘণ্টা পার না হতেই পিরোজপুর-ভান্ডারিয়া রুটে আরেক সড়ক দূর্ঘটনায় দেলোয়ার সরদার (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন এবং আরো একজন আহত হয়েছেন।
আজ শনিবার (০৫ মার্চ) সকালে ভান্ডারিয়া উপজেলা সদরের জেলা পরিষদ মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় সোহরাব হোসেন সরদার জানান, আজ সকাল পৌনে ৮টার দিকে ইটবোঝাই একটি ট্রলি উপজেলার গাজীপুর থেকে পৌর শহরের দিকে যাচ্ছিল। এ সময় ভুবনেশ্বর ব্রিজ পার হয়ে জেলা পরিষদ মার্কেটের সামনে আসলে সেখানে রাস্তার পাশে দাড়িয়ে থাকা ভ্যান চালক দেলোয়ার হোসেনকে ওই ট্রলিটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক দেলোয়ার মারা যায়।
ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো মাসমুর রহমান বিশ্বাস ইটবাহী ট্রলির চাপায় ভ্যান চালকের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ঘাতক ট্রলিটিকে আটক করা হয়েছে। এর চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।
এদিকে গত ১২ ঘণ্টায় পিরোজপুরের সড়ক দুর্ঘটনায় দুজন প্রাণ হারিয়েছেন এবং মোট ৫ জন আহত হয়েছেন।