ইউক্রেনের দুই শহর থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া স্থগিত

0
0

ইউক্রেনের দুই শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া স্থগিত ঘোষণা করা হয়েছে। রুশ বাহিনী গোলাবর্ষণ অব্যাহত রাখায় স্থানীয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

 

এর আগে রাশিয়ার সেনাদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের দুই শহরের জন্য মানবিক করিডর তৈরির ঘোষণা দেয় রাশিয়া। শনিবার সকাল ১০টায় ইউক্রেনের মারিওপোল ও ভোলনোভাখা শহরের জন্য এই মানবিক করিডর চালু করা হয়।

কিন্তু রুশ সেনাদের অব্যাহত গোলাবর্ষণের ফলে সাধারণ লোকজনদের সরিয়ে নেওয়া স্থগিত করা হলো।

 

ইউক্রেন শাসিত পূর্ব দোনেত্সক অঞ্চলের মেয়র ক্রিলেঙ্কো এক টুইট বার্তায় বলেন, মারিওপোল থেকে শান্তিকামী মানুষদের সরিয়ে নেওয়া স্থগিত করা হয়েছে।

 

তিনি জানান, রাশিয়া ‘নিরবতার শাসন’ পালন না করাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসামরিক নাগরিকদের নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি।

 

তবে এর আগে ইউক্রেনের একজন কর্মকর্তা— ঘোষিত এলাকায় রুশ সেনারা যুদ্ধবিরতি পালন করছে বলে জানিয়েছিলেন।

 

সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here