ক্রয়ক্ষমতা বেড়েছে আওয়ামী লীগ নেতাদের, সাধারণ মানুষের না’

0
0

ক্রয়ক্ষমতা বেড়েছে আওয়ামী লীগ নেতাদের, সাধারণ মানুষের না’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘যদি ক্রয়ক্ষমতা বেড়ে থাকে সেটা বেড়েছে আওয়ামী লীগের চামচাদের, নেতাদের, সাধারণ মানুষদের না। ’

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে ‘মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে তিনগুণ, আয় চারগুণ’ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের এমন বক্তব্যের সমালোচনা করে আব্বাস এ কথা বলেন।

বিএনপির এই নেতা আরও বলেন, ক্রয়ক্ষমতা আর দ্রব্যমূল্য বৃদ্ধি এক জিনিস নয়।

আপনার প্রথমে শিখতে হবে দ্রব্যমূল্য বৃদ্ধি আর ক্রয়ক্ষমতা এককথা নয়। যদি ক্রয়ক্ষমতা বেড়ে থাকে সেটা বেড়েছে আওয়ামী চামচাদের, আওয়ামী নেতাদের।

আব্বাস বলেন, দমন-নিপীড়ন করেও এরশাদের পতন ঠেকানো যায়নি। তখন আন্দোলনের মধ্য দিয়ে জেলের তালা ভেঙে আমাদের মুক্তি করা হয়েছিল।

মজনুকে আটক করেছেন, তাতে আন্দোলন কমেনি- কেউ ভয় পায়নি; বরং আন্দোলন বেড়েছে।

মানববন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির, ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আযাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here