ইউক্রেনের প্রতিবেশি দেশ মলডোভাতে রাশিয়া তার পরবর্তী হামলা করতে পারে বলে মন্তব্য করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।
রাশিয়ার বন্ধু দেশ হিসেবে পরিচিত বেলারুশ। এমনকি ইউক্রেনের বিরুদ্ধে অভিযানে রাশিয়া বেলারুশ সীমান্ত ব্যবহারও করেছে। বেলারুশও প্রয়োজনে ইউক্রেনে হামলা করবে বলে শোনা যাচ্ছিল।
এরই মধ্যে আলেকজান্ডার লুকাশেঙ্কো তার দেশের পদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। সেখানে তার পাশে একটি ম্যাপ ছিল। সেখানেই রাশিয়া কীভাবে ইউক্রেনে হানা দিয়ে বিভিন্ন শহর দখলের কথা ভাবছে তা দেখাচ্ছিলেন তিনি।
রাশিয়ার পুরো যুদ্ধ পরিকল্পনা ব্যাখ্যা করছিলেন বেলারুশ প্রেসিডেন্ট। সেখানেই পয়েন্ট করে দেখানো হচ্ছিল রাশিয়া কোথায় কোথায় আঘাত করতে প্রস্তুত।
ম্যাপে এক জায়গায় এটাও দেখানো হয় যে রাশিয়া ইউক্রেনের প্রতিবেশি দেশ মলডোভাতে পরবর্তী আক্রমণ হানার পরিকল্পনা করেছে।