আরেকটি অস্ত্রোপচার লাগবে মাশরাফীর

0
0

চোটজর্জর ক্যারিয়ারে আরেকটি পরীক্ষার সামনে মাশরাফী বিন মোর্ত্তজা। কোমরের ব্যথা থেকে পুরোপুরি মুক্তি পেতে করাতে হবে অস্ত্রোপচার। চিকিৎসকের পরামর্শ নিতে বৃহস্পতিবার ভারত যাচ্ছেন এ পেসার।

মাশরাফী নিজেই জানালেন, ‘অস্ত্রোপচার করাতেই হবে। তবে এখনই করব কিনা সেটি নির্ভর করছে চিকিৎসকের সিদ্ধান্তের উপর।’

মাশরাফীর সাতটি অস্ত্রোপচার হয়েছে দুই হাঁটুতে। এবার বাদ যাচ্ছে না কোমরও। আগের সাতটি অস্ত্রোপচারেই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন অস্ট্রেলিয়ান সার্জন ডেভিড ইয়াং। এবারও তার পরামর্শে মাশরাফী যাচ্ছেন চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে।

ভারতীয় ডাক্তারের সঙ্গে মাশরাফীর অ্যাপয়েনমেন্ট ৯ মার্চ রাত আটটায়। হাতে কিছুটা সময় থাকায় পরিবারের সবাইকে নিয়েই যাচ্ছেন তিনি। দিল্লিসহ কয়েকটি শহর ঘুরে যাবেন চেন্নাইয়ে।

সেখানে গিয়ে প্রথমে এমআরআই করাবেন মাশরাফী। ঢাকা থেকেও একটি করিয়েছেন। সেই রিপোর্ট দেখে মাশরাফী বললেন, ‘অস্ত্রোপচার লাগবেই। এবারই করাব নাকি পরে সেটি ডাক্তারের সময় সুযোগ অনুযায়ীই হবে। অস্ত্রোপচার হলে এক মাস বিশ্রামে থাকতে হবে।’

বুধবার বিকেলে ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল করতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়ে আসেন মাশরাফী। ১৫ মার্চ শুরু হতে চলা লিগে নাম লেখান লিজেন্ডস অব রূপগঞ্জে। আগেও একবার ক্লাবটিতে খেলেছিলেন।

পিঠের নিচের অংশে ব্যথার কারণে বিপিএলের শুরু থেকে খেলতে পারেননি মাশরাফী। মাঝপথে কয়েকটি ম্যাচ খেললেও শেষের দিকে আবারও হানা দেয় চোট। সেই চোটই তাকে আবার নিয়ে যাচ্ছে কাঁচি-ছুড়ির নিচে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here