ইউক্রেনের পতাকার রঙে বায়ার্ন মিউনিখের স্টেডিয়াম

0
0

পোল্যান্ডের পাশের দেশ ইউক্রেনে হামলা করেছে রাশিয়া। তাই চুপ থাকতে পারেননি পোলিশ অধিনায়ক রবার্ট লেভান্ডোভস্কি। ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতি দিয়েছেন তিনি। এদিকে তার জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ অভিনব পন্থায় ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছে। এদিন বায়ার্ন তাদের হোম গ্রাউন্ডকে রঙিন করেছে ইউক্রেনের পতাকার রঙে।

 

বায়ার্ন মিউনিখ তারকা লেভান্ডোভস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘খেলাধুলায় যা কিছু সুন্দর, তার সবকিছুই যুদ্ধের বিপক্ষে। স্বাধীনতা ও শান্তির পক্ষে থাকা সব মানুষ ইউক্রেনে চলমান আগ্রাসনের বিপক্ষে সংহতি জানাচ্ছে।’

 

তিনি আরো বলেন, ‘রাশিয়াকে এই বিষয়ে একটি সাধারণ অবস্থান তৈরি করতে ও যত তাড়াতাড়ি সম্ভব পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির কাছে উপস্থাপন করতে হবে।’

 

এদিকে আগামী মাসের ২৪ তারিখ রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠ নামার কথা ছিল পোল্যান্ডের। কিন্তু ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার প্রতিবাদে রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে পোল্যান্ড। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান চেজারি কুলেসজা বলেন, ‘আর কোনো কথা নয়, এবার কাজ করে দেখানোর সময়। রাশিয়ান ফেডারেশনের ইউক্রেনের ওপর আক্রমণের প্রতিবাদে আমরা বাছাইপর্বের ম্যাচে তাদের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। এটাই একমাত্র সঠিক সিদ্ধান্ত।’

 

শুধু পোল্যান্ড নয়, তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য সুইডেন এবং চেক প্রজাতন্ত্রকেও আমন্ত্রণ জানিয়েছে দেশটি। এ ব্যাপারে চেজারি কুলেসজা আরো বলেন, ‘আমরা এই ব্যাপারে সুইডেন এবং চেক প্রজাতন্ত্রের সঙ্গে কথা বলার আমন্ত্রণ জানিয়েছি। এবং আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশের আহ্বান জানিয়ে ফিফার সঙ্গে আলোচনার আমন্ত্রণ জানিয়েছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here