রাশিয়ার আকাশসীমায় যুক্তরাজ্যের বিমান চলাচলে নিষেধাজ্ঞা

0
0

রাশিয়া তার আকাশসীমায় যুক্তরাজ্য সংযুক্ত সব ধরনের বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়ার এই সিদ্ধান্তকে ‘যুক্তরাজ্যের বিমান চলাচল কর্তৃপক্ষের অবন্ধুত্বপূর্ণ সিদ্ধান্তের’ প্রতিক্রিয়া হিসাবে উল্লেখ করা হয়েছে। খবর বিবিসির।

এর আগে বৃহস্পতিবার, যুক্তরাজ্য রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লটকে ব্রিটেনে অবতরণ নিষেধাজ্ঞা জারি করে।

রাশিয়ান বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘যুক্তরাজ্যের সঙ্গে সংশ্লিষ্ট বা সেখানে নিবন্ধিত কোনো সংস্থার মালিকানাধীন, ইজারা দেওয়া বা পরিচালিত বিমানের ফ্লাইটের জন্য রাশিয়ার আকাশসীমা ব্যবহারের ওপর বিধিনিষেধ চালু করা হয়েছে।’

যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস গণমাধ্যমকে বলেছেন, ‘আমি মনে করি, তাদের সঙ্গে আমাদের সম্পর্কের প্রতিক্রিয়া হিসেবে গতকাল অ্যারোফ্লটকে যুক্তরাজ্যে অবতরণ নিষিদ্ধ করা হয়েছ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here