যুক্তরাষ্ট্রের আশঙ্কা ৯৬ ঘণ্টাতেই পতন হবে কিয়েভের

0
12

অগ্রসর হতে থাকা রুশ বাহিনীর হাতে কয়েক দিনের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভের পতন হবে বলে আশঙ্কা করছেন মার্কিন কর্মকর্তারা। দেশটির সাপ্তাহিক ম্যাগাজিন নিউজউইককে তিন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, কিয়েভের পতনের পর ইউক্রেনের প্রতিরোধ লড়াই অকার্যকর হয়ে পড়বে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা বলেছেন, মস্কোর নজর হলো প্রতিবেশি দেশটিকে নিরস্ত্রীকরণ করা। রুশ বাহিনী প্রথমে ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলবে এবং আত্মসমর্পণে বাধ্য করবে আর তা না হলে ধ্বংস করে দেবে। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ৯৬ ঘণ্টাতেই কিয়েভের পতন হবে। আর তার এক সপ্তাহের মধ্যে ইউক্রেনের নতুন নেতৃত্ব ঠিক করা হবে।

বিদ্যুৎ গতিতে ইউক্রেনের সরকারি এবং সামরিক প্রতিষ্ঠানগুলোতে হামলা চালাচ্ছে রাশিয়া। মাঠ পর্যায়ের সেনারা চেরনোবিলের মতো কৌশলগত পয়েন্টগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। মার্কিনিদের ধারণা এগুলো প্রাথমিক পদক্ষেপ, মাঠ পর্যায়ে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা আরও বাড়বে।

রাশিয়ার সঙ্গে কাজ করার নিবিড় অভিজ্ঞতা থাকা সাবেক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তাও একই মনোভাব প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘বিমান ও গোলা বর্ষণ শেষ হওয়ার পর আসল স্থল যুদ্ধ শুরু হয়। আমার মনে হয় অল্প কয়েক দিনেই কিয়েভের পতন হবে। সেনাবাহিনী আরও বেশি কিছুদিন থাকতে পারে, তবে সেটা দীর্ঘ মেয়াদে নয়’।

কিয়েভের পতনের পর কী হতে পারে সেই সম্পর্কে সাবেক মার্কিন গোয়েন্দা মনে করেন এটা মূলত নির্ভর করবে প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর। তিনি ইউক্রেনীয় প্রতিরোধকে সমর্থন করে মস্কোকে উস্কে দেবেন কিনা সেটা তার ওপর নির্ভর করবে বলে জানান ওই কর্মকর্তা। তিনি বলেন, ‘তখন এটা হয় বলিষ্ঠ বিদ্রোহ, অথবা তা নয়, মূলত এটা নির্ভর করবে বাইডেনের ওপর।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকারের ঘনিষ্ঠ একটি সূত্রও মার্কিন অনুমানের সঙ্গে একমত পোষণ করেছেন। তিনি স্বীকার করেছেন যে, ৯৬ ঘণ্টাতেই কিয়েভের পতন হতে পারে। তবে ওই সূত্রটি বিশ্বাস করেন না যে, জেলেনস্কির সরকারের পতন হবে।

তবে রুশ বাহিনী ঘিরে ফেললে ইউক্রেন সরকার তা ভাঙবে কিভাবে জানতে চাইলে ওই সূত্রটি বলেন, ‘আমার মনে হয় এটা বলার সময় এখনও আসেনি… তারা (রাশিয়া) বলছে ইউক্রেন তাদের ধারণার চেয়ে ভালো লড়াই করছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here