অভিযোগ উঠেছে শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের চেয়ারে বসেই তিন কিংবদন্তি অভিনেতা সোহেল রানা, ফারুক ও উজ্জ্বলেন ছবি সমিতি থেকে সরিয়ে ফেলেছেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ।
বিষয়টি নিয়ে কয়েকটি অনলাইনে খবরও প্রকাশিত হয়েছে। সেখানে ও তিন কিংবদন্তির নামফলক সরিয়ে ফেলা হয়েছে বলে দাবি করেন চিত্রনায়ক রুবেল। বিষয়টি নিয়ে তাকে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে।
বিষয়টি নিয়ে কথা হয় চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসা চিত্রনায়িকা নিপুণের সঙ্গে। বুধবার তিনি বলেন, ‘এটি মিথ্যা কথা। আমরা কেনো সোহেল রানা-ফারুক-উজ্জল ভাইদের ছবি সরাবো। তারা আমাদের আদর্শ। আমাদের কাছে তারা কিংবদন্তি। উনারা আমাদের মাথার মুকুট। আমরা তাদের ছবি আরও সুন্দর ও সংস্কার করে টাঙিয়ে রেখেছি। যারা এ খবর ছড়াচ্ছে তারা হয়তো ভুল বুঝেই এমনটি করছে।’
বুধবার সরেজমিনে এফডিসিস্থ শিল্পী সমিতির স্টাডিরুমে গিয়েও দেখা গেছে সোহেল রানা, ফারুক ও উজ্জলের ছবিসহ সংস্কারকৃত নামফলক নির্ধারিত স্থানেই রয়েছে।
ছবিসহ নামফলক যথাস্থানেই রয়েছেন। এ বিষয়ে কারও সন্দেহ থাকলে শিল্পী সমিতিতে এসে দেখে যাওয়ারও আহ্বান করেছেন নিপূণ। পাশাপাশি ভুল তথ্য দিয়ে কাউকে সমিতির বিষয়ে বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ করেছেন সবার কাছে।
উল্লেখ্য, ১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যাত্রা শুরু হয়। এই সমিতি গঠনের প্রস্তাব দেন নায়ক সোহেল রানা, প্রতিষ্ঠা করেন নায়ক ফারুক এবং সমিতি গঠনে সহায়তা করেন নায়ক উজ্জ্বল। এই তিনজনের উদ্যোগে গঠিত শিল্পী সমিতির প্রথম সভাপতি হন নায়করাজ রাজ্জাক। সে সময় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন আহমেদ শরীফ। সমিতির যাত্রা শুরুর ৩৫ বছর পর উদ্যোক্তাদের ছবিসহ একটি নামফলক শিল্পী সমিতিতে তৈরি করা হয়। উদ্যোক্তাদের প্রতি সম্মান জানাতে এই পদক্ষেপ নেন মিশা-জায়েদের কার্যনির্বাহী পরিষদ।