পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার দুই দিনের উচ্চ পর্যায়ের সফরে মস্কোতে যাবেন। এই সফরে আঞ্চলিক নিরাপত্তা এবং একটি বড় গ্যাস পাইপলাইন চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। খবর আল-জাজিরার।
পুতিনের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইমরান খানের বৈঠকের কথা আছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পুতিন-ইমরানের শীর্ষ পর্যায়ের আলোচনায় ‘আফগানিস্তানের পরিস্থিতিসহ প্রধান আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো’ তুলে ধরা হবে।
তবে, রাশিয়ার টেলিভিশন স্টেশন রাশিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ইউক্রেনে সংঘাতের কোনো সামরিক সমাধান আছে বলে তিনি মনে করেন না। তিনি আশা করেন মধ্যস্থতার মাধ্যমে বিষয়টির সমাধান হবে।