মদপানের বিধিনিষেধ শিথিলের প্রতিবাদে বুধবার রাজধানীর মিরপুর-১ এলাকায় ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখা। দারুসসালাম এলাকায় পুলিশে গাড়িতে ভাঙচুরের অভিযোগে মিছিলের পর ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তবে জামায়াত বলছে, তাদের কেউ গ্রেফতার হয়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণের আইনের সংশোধিত বিধিমালায় লাইসেন্স প্রাপ্তি সাপেক্ষে ২১ বছরের বেশি বয়সীদের মদ পান ও পরিবহনের সুযোগ রাখা হয়েছে। কারা মদ বিক্রি করতে পারবে- তা বিধিমালায় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
অন্যান্য ধর্মভিত্তিক দলের মতো জামায়াতও একে ইসলামবিরোধী আখ্যা বিক্ষোভ করছে। বুধবার দলটির শখানেক কর্মী মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ডে জমায়েত হয়ে বিধিমালা বাতিল চেয়ে মিছিল করে টেকনিক্যালের দিকে যায়। ১০-১২ মিনিটের ঝটিকা মিছিল শেষে সেখানে সমাবেশ করে। সমাবেশের পর পুলিশ এসে ছয়জনকে গ্রেফতার করে।
এতে মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘রাতের ভোটের সরকার মাদকবিরোধী অভিযানের নামে শত শত মানুষ হত্যা করে এখন মদকে বৈধতা দিচ্ছে। সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। মদ বৈধ করা সংবিধানবিরোধী।’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার আ স ম মাহাতাব উদ্দীন সমকালকে বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা ১০ মিনিটের মতো মিছিল করে। মিছিল করায় কাউকে আটক করা হয়নি। টেকনিক্যালে পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নামে দারুসসালাম থানায় মামলা হয়েছে।
জামায়াতের মহানগর উত্তরের প্রচার বিভাগ জানায়, তাদের মিছিল থেকে গ্রেফতার বা আটকের ঘটনা নেই। মিছিলের পর পুলিশ এসে হয়ত পথচারীদের ধরে নিয়ে গেছে।