বিশ্বে বড় সংঘর্ষের ইঙ্গিত, সামরিক শক্তি ব্যবহারের অনুমতি পেলেন পুতিন

0
22

ইউক্রেন ইস্যু নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কার্যকলাপ বিশ্বে বড় সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে মঙ্গলবার থেকে ইউক্রেনের পূর্ব-পশ্চিমে মুখোমুখি সংঘর্ষ নাটকীয়ভাবে বেড়েছে। রাশিয়ান আইন প্রণেতারা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার দেশের বাইরে সামরিক শক্তি ব্যবহার করার অনুমতিও দিয়েছেন।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউরোপীয় নেতারা রাশিয়ান অলিগার্চ এবং ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রতিক্রিয়া জানিয়েছেন।

বাইডেন-পুতিন উভয় নেতাই ইঙ্গিত দিয়েছেন আরও বড় সংঘর্ষ হতে পারে। ইউক্রেন সীমান্তে প্রায় দেড় লাখ রুশ সৈন্য ঘিরে রেখেছে। এমনকি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশগুলোর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির পরও ইউক্রেনে আরও আগ্রাসন চালাতে প্রস্তুত রয়েছে রাশিয়া।

গত সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন। ভাষণের আগে তিনি দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে ডিক্রিতে সই করেন।

ভাষণে পুতিন বলেছেন, ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চলগুলির সার্বভৌমত্বকে স্বীকৃতি দিতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। পূর্ব ইউক্রেন এক সময় রাশিয়ার ভূমি ছিল। তিনি আত্মবিশ্বাসী যে, রাশিয়ার জনগণ তাঁর এই সিদ্ধান্তকে সমর্থন জানাবে। এরপরেই রাশিয়া ও রুশ সমর্থিত ইউক্রেনের অঞ্চল গুলোর ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে।

হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে মার্কিন নতুন বিনিয়োগ, বাণিজ্য এবং অর্থায়ন নিষিদ্ধ করতে একটি নির্বাহী আদেশ জারি করবেন। দোনেৎস্ক ও লুহানস্ক ইউক্রেনের দুইটি বিচ্ছিন্ন অঞ্চল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here