দোনবাসের ৯০ হাজারের বেশি মানুষ সরানো হয়েছে রাশিয়ায়

0
0

পূর্ব ইউক্রেনের দোনবাস থেকে প্রায় ৯০ হাজারের বেশি বেসামরিক নাগরিক রাশিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে। সরিয়ে নেওয়া এসব মানুষকে থাকার ব্যবস্থা করা হয়েছে ১৫ অঞ্চলে।

রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা দোনবাসের দোনেৎস্ক ও লুহানস্ক থেকে ১৮ ফেব্রুয়ারি থেকে বেসামরিক মানুষ সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এ তথ্য জানায়।

খবরে বলা হয়, ইউক্রেন সীমান্তের কাছাকাছি অবস্থিত রাশিয়ার রোস্তভ অঞ্চলে রেল ও স্থল পথের মাধ্যমে সরিয়ে আনা ব্যক্তিদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

এ ছাড়া দোনবাস থেকে আসা অনেককে মস্কোসহ রাশিয়া বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়েছে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সমকাল ইউটিউব

রোস্তভে তাঁবু, ডরমেটরি ও হোটেলে রয়েছেন সাত হাজারের মতো মানুষ। যার মধ্যে তিন হাজার ২০০ শিশু। এ অঞ্চলে দুইশ’ অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। যেখানে থাকতে পারবেন ১৪ হাজার মানুষ।

অরগানিজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ (ওএসসিই) বলছে, এক সপ্তাহের মধ্যে এক হাজার একশবার বিস্ফোরণসহ দোনেৎস্ক অঞ্চলে দুই হাজার ১৫৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয়েছে। অপরদিকে লুহানস্ক অঞ্চলে ৯২৬ বিস্ফোরণসহ এক হাজার ৭৩ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের তথ্য রেকর্ড করা হয়েছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলে মস্কো সমর্থিত বিদ্রোহীদের দখলে থাকা দোনেৎস্ক ও লুহানস্কে ‘শান্তি রক্ষার জন্য’ সেনা পাঠানোর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এর আগে তিনি ইউক্রেন থেকে আলাদা হতে চাওয়া ওই অঞ্চল দুটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন।

রাশিয়ার এসব পদক্ষেপকে ‘আক্রমণের সূচনা’ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ রাশিয়াকে শায়েস্তা করতে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

 

ইউক্রেনের সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ আশঙ্কা করছে, মস্কো হয়তো কিয়েভে হামলা চালাতে পারে।

 

যদিও রাশিয়া ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই। কিন্তু দেশটি ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে।

 

মস্কো আরও একটি বিষয়ের নিশ্চয়তা চায়। সেটি হলো—সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো তার সম্প্রসারণ কার্যক্রম বন্ধ করবে। কিন্তু ওয়াশিংটন ও ন্যাটো রাশিয়ার এ দাবি প্রত্যাখ্যান করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here