তামিম বললেন, জিতব বিশ্বাসই করিনি

0
0

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টপ অর্ডার ভেঙে পড়লেও ঘুরে দাঁড়ানোর নজির স্থাপন করে স্মরণীয় এক জয় উপহার দিলেন আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। তাদের লড়াকু ব্যাটিংয়ে চট্টগ্রাামের প্রথম ওয়ানডে ৪ উইকেটে জিতে নিয়েছে বাংলাদেশ।

 

তবে রোমাঞ্চ ছড়ানো এই ম্যাচে দর্শকেরা তো দূরের কথা, খোদ বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল পর্যন্ত বিশ্বাস করেননি যে এই ম্যাচে বাংলাদেশ জিততে পারে। ম্যাচ শেষে তামিম বলেন, ‘সত্যি বলছি, আমি বিশ্বাস করিনি। একেবারেই না। এমন ঘটনা বিশ্বাস করার জন্য নিজের চোখে দেখতে হয়। ৪৫ রানে ৬ উইকেট হারানোর পর ২১৫ রান চেজ করে জিতব, এমন কথা যদি বলি যে বিশ্বাস করেছিলাম, তবে মিথ্যা বলা হবে।’

 

ম্যাচটি মোটেই সহজ ছিল না জানিয়ে তামিম বলেন, ম্যাচটি ছিল খুবই কঠিন। দুই তরুণ যেভাবে খেলেছে, তা অবিশ্বাস্য। গর্বের খেলা তারা খেলেছে। কোনোভাবেই কাজটি সহজ ছিল না। আফগানিস্তানের স্পিন অ্যাটাক খুবই ভালো। তাদের সামাল দেয়া সহজ কাজ ছিল না।

 

আফিফ-মিরাজকে আরো বহুদূরে দেখার আশা নিয়ে তামিম বলেন, আমি আশা করি এবং দোয়া করি করি, এটা এখানেই শেষ হবে না। এটা তাদের জন্য সবে শুরু হলো। তাদেরকে আরো জয় পেতে হবে। সুখী হতে হবে, গর্বিত হতে হবে।

 

উল্লেখ্য, আজ বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে সপ্তম উইকেটে আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ যা করে দেখালেন, তা অকল্পনীয়। আফগান বোলারদের সামলিয়ে দুজনই খেললেন ক্যারিয়ার সেরা ইনিংস। যেখানে হারের শঙ্কা ছিল চরমে, সেখানে এই জুটির বীরোচিত ইনিংসে জিতল বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here