করোনায় মৃত্যু ৫, শনাক্ত ১২৯৮

0
0

করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। একইসাথে নতুন করে ভাইরাস সংক্রমণে শনাক্ত করা হয়েছে ১২৯৮ জনকে।

বুধবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এই নিয়ে দেশে করোনাভাইরাস সংক্রমণে এই পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার নয় শ’ ৯৫ জনের। ভাইরাস সংক্রমণে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৮ হাজার এক শ’ ৩৫ জনের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় মোট ২৩ হাজার দুই শ’ ৭৪ জনের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শনাক্তের হার ৫.৫৭ ভাগ।

২৪ ঘণ্টায় ভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন আট হাজার ৭২ জন। ভাইরাস সংক্রমণ থেকে দেশে এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭ লাখ ৭৯ হাজার ছয় শ’ ৮৭ জন।

 

গত ২৪ ঘণ্টায় ভাইরাস সংক্রমণে মৃতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তারা সবাই ঢাকা বিভাগের বাসিন্দা।

এর আগে বুধবার ভাইরাস সংক্রমণে মোট ১৬ জনের মৃত্যু হয়। সংক্রমণ শনাক্ত হয় এক হাজার পাঁচ শ’ ৯৫ জনের।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here