কুমিল্লায় ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশার ৬ যাত্রীর

0
22

কুমিল্লার বুড়িচংয়ে মাটিবাহী ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার চালক-যাত্রীসহ ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুজন।

 

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সিন্ধুরিয়াপাড়া কাটাজাঙ্গাল তুতবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামের মৃত ছাফর আলীর ছেলে অটোরিকশা চালক মো: জুলহাস মিয়া (৬০), একই গ্রামের আবুল হাশেমের ছেলে জহিরুল ইসলাম (৩৫), বুড়িচং উপজেলা ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর গ্রামের দৌলত খাঁনের ছেলে মো: জালাল (৪০), একই এলাকার আব্দুল মতিনের ছেলে আলমগীর হোসেন (২৭), জেলার দেবিদ্বার উপজেলার ছগুরা গ্রামের মো: ফরিদ মিয়ার ছেলে মো: সাইফুল ইসলাম (৩৩)। এছাড়া আহত অপর এক যাত্রী দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

 

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপ-পরিদর্শক খোরশেদ আলম জানান, সকাল ৬টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি সিন্ধুরিয়াপাড়া কাটাজাঙ্গাল তুতবাগান এলাকায় ক্যান্টনমেন্টগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে (কুমিল্লা থ ১১-১৩০৩) পিছন থেকে মাটিবাহী নম্বরবিহীন একটি ড্রাম ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ট্রাকের ভিতরে ডুকে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপর ট্রাকচালক পালিয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের পারিবারের সদস্যরা হাইওয়ে থানায় ভিড় জামায়।

নিহত সাইফুলের ভাই রকিব জানান, তার ভাই ঢাকা-কুমিল্লা রুটে তিশা বাসের চালক ছিলেন। প্রতিদিনের মতো গাড়ি চালানোর জন্য বাড়ি থেকে কুমিল্লা আসছিলেন। পথিমধ্যেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সাইফুল।

 

পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের জানান, বুড়িচং উপজেলার একই এলাকার দুজন নিহত হয়েছে, নিহত দুজনই সাদকপুর পশ্চিমপাড়া এলাকার। নিহত জুলহাস অটোরিকশাচালক ও জহির স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন।

 

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। ট্রাকচালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here