২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু: শিক্ষামন্ত্রী

0
15

২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের পাঠদান শুরু হবে। তবে আপাতত খুলছে না প্রাথমিক ও ইবতেদায়ি প্রতিষ্ঠান। তবে কঠোরভাবে মানতে হবে করোনার স্বাস্থ্যবিধি। বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ (১৭ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, দ্বিতীয় ডোজ যারা নেবেন না তারা বাড়িতে থেকে অনলাইনে ক্লাস করবেন। বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনায় টিকার ব্যবস্থা করবে। সপ্তাহ দুয়েক পর প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরু হতে পারে। তবে, ২২ তারিখে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সশরীরে ক্লাস শুরু হচ্ছে না।

 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরও জানান, ১২ বছরের নিচে যারা আছে, তাদের জন্য টিকা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান গত ২১ জানুয়ারি থেকে বন্ধ আছে। এই ছুটি চলবে ২১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত। এর আগে একই কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১১ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল। এরপর ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সীমিত আকারে শ্রেণি শিক্ষা কার্যক্রম চালু হয়। এই সময়ের মধ্যে ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা বিষয় ও সময় কমিয়ে অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here