রংপুরে বঙ্গবন্ধুকে ‘অবমাননা’ নিয়ে মুখোমুখি জাতীয় পার্টি-আওয়ামী লীগ

0
16

চিরঞ্জীব মুজিব’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর অনুষ্ঠানের ফেস্টুন এবং দাওয়াত কার্ড নিয়ে রংপুর সিটি মেয়র মেয়রের বিরুদ্ধে বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগকে মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন মেয়র এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা।

রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের একটি ক্ষুদ্র অংশ ঘোলা পানিতে মাছ শিকারের জন্য এই মিথ্যাচারের অপকর্মে লিপ্ত হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

এছাড়াও তাকে টেনে-হেঁচেড়ে বাড়ি ও অফিস থেকে বের করে আনার ঘোষণা ও গ্রেফতারের আল্টিমেটামের প্রতিবাদে শনিবার কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

বৃহস্পতিবার দুপুরে রংপুর সিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

এসময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমীন মিঞা, সচিব উম্মে ফাতেমা, প্যানেল মেয়রসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেয়র বলেন, সিটি পরিষদের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সড়কের মিড-আইল্যান্ডের স্ট্রিট লাইট পোস্টে (বৈদ্যুতিক খুঁটি) থেকে সকল ধরনের পোস্টার-ফেস্টুন অপসারণ করা হয়েছে এবং নতুন কোনো পোস্টার-ফেস্টুন না লাগানোর জন্য ১০ দিন যাবৎ মাইকযোগে প্রচারণা চালানো হয়। বিজয়ের সুবর্ণজয়ন্তীতে নগরীর সৌন্দর্য্য বর্ধনে সকল স্ট্রিট লাইট পোস্টে লাল-সবুজের মিশ্রণে এলইডি স্ট্রিপ লাইট স্থাপন করা হয়। কিন্তু গত ১৫ ফেব্রুয়ারি গভীর রাতে সিটি করপোরেশনের অনুমতি ছাড়াই আয়োজকরা ওইসব লাইট পোস্টে ‘চিরঞ্জীব মুজিব’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রায় ১২০টি ফেস্টুন সাটিয়েছেন।

সংবাদ সম্মেলনে মেয়র আরো বলেন, গত ১৬ ফেব্রুয়ারি বেলা আড়াইটার দিকে নগর ভবনে দুই থেকে তিনজন অপরিচিত ব্যক্তি তাকে আমন্ত্রণপত্র দিতে আসেন। তিনি তাদের আমন্ত্রণপত্র গ্রহণ করে টেবিলের ওপর রেখে দেন এবং চলচ্চিলটির আয়োজকদের নিজ দায়িত্বে স্ট্রিট লাইট পোস্টে সাটানো ফেস্টুনসমূহ অপসারণ করতে অনুরোধ করেন। ওই সময় মেয়রের দফতরে ছয় থেকে সাতজন কাউন্সিলরসহ আগত প্রায় শতাধিক সেবা প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মেয়র আরো বলেন, আমন্ত্রণপত্র ছুড়ে ফেলাসহ যে অভিযোগ তুলে মিথ্যাচার করা হচ্ছে, তা দুঃখজনক। রংপুর মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের গুটি কয়েক সদস্য ঘোলা পানিতে মাছ শিকারের অপরাজনীতির খেলা শুরু করেছেন। যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ সহায়তায় রংপুর সিটি করপোরেশনের উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত গতিতে এগিয়ে চলছে, সেই মুহূর্তে কিছু বিচ্ছিন্ন নেতা এই ঘটনাকে পুঁজি করে অপকৌশলে নোংরা রাজনীতি শুরু করছেন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here