ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া যতই আপত্তি করুক, তার দেশ ন্যাটো জোটে যোগ দেয়ার আকাঙ্ক্ষা কখনোই ত্যাগ করবে না।
ভলোদিমির জেলেনস্কি এক সাক্ষাৎকারে বলেছেন, ন্যাটোর সদস্যপদ পাওয়ার বিষয়টি ইউক্রেনের জন্য বাঁচা-মরা ও স্বাধীনতা টিকিয়ে রাখার প্রশ্ন, এটা কেবল একটি আকাঙ্ক্ষা নয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটোর সদস্যপদ প্রশ্নে কোনো ধরনের আপসের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, এর সাথে ইউক্রেনের নিরাপত্তার প্রশ্ন জড়িত।
তিনি বলেন, আমাদের ১৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এটা কোনো আকাঙ্ক্ষা নয়। এটা কেবল ন্যাটোর ব্যাপার নয়, এটা ইউক্রেনের জনগণের ভবিষ্যতের প্রশ্ন। ইউক্রেনের জন্য এটা কোনো আকাঙ্ক্ষার প্রশ্ন নয়, এটা তাদের জন্য বেঁচে থাকার প্রশ্ন।
তিনি আরো বলেন, এটা শুধু ন্যাটোর সদস্যপদ পাবার বিষয় নয়, তারা যখন ন্যাটোর সদস্যপদ, ইউরোপীয় ইউনিয়ন বা সাময়িকভাবে বেদখল হয়ে যাওয়া সীমানা নিয়ে কথা বলেন, তারা আসলে তাদের স্বাধীনতার বিষয়ে কথা বলেন।
জেলেনস্কি বলেন, ‘আমরা কী চাই, আমরা ভবিষ্যতে কী করব, ওই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি স্বীকার করেন, ন্যাটো জোটে কিংবা ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়ার পথ অনেক দীর্ঘ, কিন্তু প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব এ পথে যেন তারা তাদের দেশকে হারিয়ে না ফেলেন, তা দেখা।
ন্যাটোর সদস্যপদ প্রশ্নে কোনো জাতীয় গণভোটের সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, এ বিষয়টি ইউক্রেনের জাতীয় সংবিধানে অন্তর্ভুক্ত।
তীব্র প্রতিক্রিয়া রাশিয়ার
এদিকে ন্যাটো জোট পূর্ব ইউরোপে অতিরিক্ত সৈন্য মোতায়েনের কথা ঘোষণা করার পর এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
তিনি বলেছেন, ন্যাটো এখন ওই কাজই করছে, যেটার জন্য তারা এত দিন ধরে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছে।
তিনি বলেন, ন্যাটো জোট এখন একটি সীমা অতিক্রম করেছে।
সের্গেই লাভরভ বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ ন্যাটো জোটের কাছে যেসব নিরাপত্তার নিশ্চয়তা চাইছে রাশিয়া, ওই ব্যাপারে তিনি আজ যুক্তরাষ্ট্রের কাছে একটি চিঠি পাঠাবেন। এ চিঠি পরে প্রকাশ করা হবে।’
ন্যাটোর বিবৃতির উল্লেখ করে লাভরভ বলেন, ‘তাদের বিবৃতির সবচেয়ে মুখরোচক অংশ হলো বিবৃতি যেভাবে শুরু করা হয়েছে, ‘ইউক্রেনের ভেতরে ও চারপাশে এবং বেলারুশে রাশিয়া বিনা উস্কানিতে এবং অন্যায্যভাবে যেরকম বিপুল সামরিক সম্ভার প্রস্তুত করেছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’
তিনি বলেন, ‘এ বক্তব্য শুনে আপনার কী মনে হবে? দেখুন আমিই শ্রেষ্ঠ এবং আমি কখনোই ভুল করতে পারি না এ ধারণা তুলে ধরে- আমি বলব – তারা ইতোমধ্যেই সীমা অতিক্রম করেছে। দুর্ভাগ্যবশত, ন্যাটো জোটে আমাদের সহকর্মীরা এটা দেখতে পাচ্ছেন না।
রাশিয়া এমন নিশ্চয়তা চাইছে, ইউক্রেন যেন কখনোই ন্যাটো জোটের সদস্য হতে না পারে। কিন্তু ন্যাটো বলছে, কারা কোন নিরাপত্তা জোটে যোগ দেবে, প্রত্যেকটা দেশের ওই সিদ্ধান্ত নেয়ার অধিকার থাকা উচিৎ।
ডনবাসে গোলাগুলির অভিযোগ পাল্টা অভিযোগ
এদিকে অব্যাহত সামরিক উত্তেজনার মধ্যে পূর্ব ইউক্রেনে সরকার ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ-বিরতি লঙ্ঘন করে গুলি চালানোর অভিযোগ এনেছে।
পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা ও ইউক্রেন সরকার পরস্পরের বিরুদ্ধে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালানোর অভিযোগ এনেছে।
এক বিবৃতিতে ইউক্রেন সামরিক কর্মকর্তারা আরো জানিয়েছেন, ‘রুশ দখলদার বাহিনী যুদ্ধ-বিরতি ব্যাপকভাবে লঙ্ঘন করে লুহানস্ক এলাকায় স্তানিৎসিয়া লুহানস্ক শহরে গোলাবর্ষণ করেছে।’
ইউক্রেনের সেনাবাহিনী অভিযোগ করছে যে রুশপন্থী বিদ্রোহীরা সেখানে একটি গ্রামের ওপর গোলা বর্ষণ করেছে, এ সময় একটি কিন্ডারগার্টেন স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বলছেন, গোলার আঘাতে স্কুলের সঙ্গীত শিক্ষার ক্লাসের দেয়াল ভেঙে গেছে।
এর আগে ডনবাস এলাকায় রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা দাবি করেন, ইউক্রেনের সেনাবাহিনীরা সেখানে বেশ কয়েকটি বসতির ওপর গোলাবর্ষণ শুরু করেছে।
ইউক্রেন সেনাবাহিনী বলছে, তারা সেখানে কোনো আক্রমণ চালায়নি।
পূর্ব ইউক্রেনে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ প্রায়শই শোনা যায়।
সেখানে এখন লড়াই তীব্র হলে তা বৃহত্তর যুদ্ধের অজুহাত হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা আছে।
সূত্র : বিবিসি