ইউক্রেন সীমান্ত থেকে রুশ সেনা সরিয়ে নেওয়ার খবর ‘মিথ্যা’ বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। উল্টো সাম্প্রতিক সময়ে মস্কো সীমান্তে সাত হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করেছে বলে অভিযোগ করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানায়।
ওই কর্মকর্তা আরও বলেন, ‘রাশিয়া ‘যে কোনো মুহূর্তে’ ইউক্রেনে হামলার জন্য ‘মিথ্যা’ অজুহাত দাঁড় করাতে পারে।, যদিও মস্কো জানিয়েছিল, সামরিক মহড়া শেষে ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু পশ্চিমা কর্মকর্তারা বলছেন, রাশিয়ার সেনা সরানোর দাবির পক্ষে কোনো প্রমাণ তারা দেখছেন না।
এর আগে জার্মান চ্যান্সেলরের কার্যালয় থেকে জানানো হয়, বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ এক ফোন কলে ‘উত্তেজনা কমাতে রাশিয়ার অবশ্যই বাস্তব পদক্ষেপ নিতে হবে’ এ বিষয়ে একমত হয়েছেন।
ইউক্রেন সীমান্তে লাখেরও বেশি রুশ সেনা মোতায়েন নিয়ে পশ্চিমাদের উদ্বেগের মধ্যে মস্কোর দাবি, তারা কিয়েভে হামলা চালাতে ইচ্ছুক নয়। আর আক্রমণের বিষয়ে পশ্চিমাদের উদ্বেগকে ‘হিস্টিরিয়া’ হিসেবে অভিহিত করা হয়েছে।
বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, ২০১৪ সালে সংযুক্ত করা ক্রিমিয়া থেকে ফিরে যাচ্ছে রুশ ট্যাংকগুলো। কিন্তু হোয়াইট হাউসের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলছেন, সীমান্তে আরও সেনা আনা হয়েছে। এমনকি বুধবারও সেনা মোতায়েন করেছে রাশিয়া। যদিও রুশ সেনা সরানোর খবরটি বিশ্বজুড়ে ব্যাপক মনযোগ পেয়েছে। কিন্তু আমরা এখন জানি, এটি ছিল মিথ্যা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিবিসিকে ‘এখনও সীমান্ত থেকে রুশ সেনা সরিয়ে নেওয়া হয়েছে এমনটি দেখিনি, আমরা শুধু শুনেছি’ বলার কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তার এ বক্তব্য এলো।
ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলটেনবার্গ বলছেন, রুশ সেনা সরানো হচ্ছে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইউক্রেনের সীমান্তে রাশিয়ার প্রায় এক লাখের বেশি সেনা সমাবেশের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ আশঙ্কা করছে, মস্কো হয়তো কিয়েভে হামলা চালাতে পারে। যদিও রাশিয়া ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই। কিন্তু দেশটি ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে।
মস্কো আরও একটি বিষয়ের নিশ্চয়তা চায়। সেটি হলো—সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো তার সম্প্রসারণ কার্যক্রম বন্ধ করবে। কিন্তু ওয়াশিংটন ও ন্যাটো রাশিয়ার এ দাবি প্রত্যাখ্যান করেছে।