পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে দুমড়ে মুচড়ে ধ্বংস করেছে। তত্ত্বাবধায়ক সরকারকে তারা এমনভাবে কুষ্ঠিগত করেছিল যে ধ্বংসই করে দিয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে কার্ডিয়াক সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সার্চ কমিটিতে বিএনপির নাম না দেওয়ার বিষয়ে তিনি জানান, তারা গণতন্ত্রের মধ্যদিয়ে এদেশে আসেন নাই। তারা ব্যাক ডোর (পেছনের দরজা) দিয়ে এসেছেন। হ্যাঁ-না ভোটের মাধ্যমে বিএনপির জন্ম হয়েছে। এরা আবার গণতন্ত্র শেখাতে চায়!
মন্ত্রী আরও বলেন, পৃথিবীতে খুব কম দেশ আছে গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে। শুধু একাত্তর সাল নয়, পরবর্তীতে গণতন্ত্রকে পরিপক্কতা দেওয়ার জন্য কাজ করে গেছে আওয়ামী লীগ। বাইরের অন্যান্য দেশে নির্বাচন কমিশন নেই। সরকার নিজেই নির্বাচন পরিচালনা করে। আমরা দেশে নির্বাচন কমিশন করে স্বচ্ছ নির্বাচনের স্বার্থে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা সবসময় গণতান্ত্রিক নিয়মে বিশ্বাস করি, স্বচ্ছ একটি নির্বাচন হোক।
বিএনপি নির্বাচন করতে চাইলে জনগণের কাছে আসতে হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।