সার্চ কমিটিতে নিজের নাম প্রস্তাব করেছেন ৩৪ জন : মন্ত্রিপরিষদ সচিব

0
0

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এখন পর্যন্ত সার্চ কমিটি ৩২৯ জনের নাম পেয়েছে। তাদের মধ্যে নিজের নাম প্রস্তাব করেছেন ৩৪ জন। রবিবার সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে ১৮ জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, তালিকা ফাইনাল হওয়ার পরে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) আবারও মিটিংয়ে বসবে সার্চ কমিটি। সেখানে বসে তালিকার বাকিসব ঠিক করা

 

 

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সার্চ কমিটির কাছে আসা নামগুলো প্রকাশের প্রস্তাব এসেছে বিশিষ্ট জনদের কাছ থেকে। তাই কমিটি যাদের নাম পাবে, সবগুলোই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। এখন পর্যন্ত ৩২৯ জনের নাম আমরা পেয়েছি, নিবন্ধিত রাজনৈতিক দলগুলো থেকে ১৩৬ জনের নাম, পেশাজীবীদের থেকে ৪০ জনের, ব্যক্তিগত পর্যায় থেকে এসেছে ৯৯ জনের, ব্যক্তিগত পর্যায়ের সরাসরি প্রস্তাব, নিজে নিজেকে ৩৪ এবং মতবিনিময় সভায় পেয়েছি ২০ জনের নাম। আগামীকাল সন্ধ্যা ৬টার পরে আমাদের মন্ত্রিপরিষদের ওয়েব সাইটে নামগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here