সার্চ কমিটিতে আসা নামগুলো প্রকাশ হবে ওয়েবসাইটে

0
0

নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে যতগুলো নাম প্রস্তাব আসবে সেগুলো ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সার্চ কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

নির্বাচন কমিশন গঠনে মতামত নিতে বিশিষ্ট নাগরিকের সঙ্গে তৃতীয় বৈঠকের শুরুতে তিনি একথা জানান।

তিনি আরও জানিয়েছেন, বিএনপিসহ যে সকল রাজনৈতিক দল এখনো নাম প্রস্তাব করেনি, তারা আগামীকাল বিকেল ৫টার মধ্যে নাম দিতে পারবেন।

রোববার বিকেল চারটার পর সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে তৃতীয় বৈঠক শুরু হয়। বৈঠকে বিশিষ্ট নাগরিকদের পক্ষ থেকে উপস্থিত আছেন-বিশিষ্ট শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুছ, লে. কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির, সাবেক অ্যাডিশনাল আইজিপি নুরুল আলম, গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, অধ্যাপক ড. আইনুন নিশাত, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, প্রজন্ম৭১-এর আসিফ মুনির, ডা. নুজহাত চৌধুরী, অধ্যাপক মুনতাসীর মামুন, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ।

আগে গতকাল গণমাধ্যম ব্যক্তিত্বসহ বিশিষ্টজনদের সাথে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশিষ্ট নাগরিকদের কয়েকজন সাংবাদিকদের বলেন, সৎ-সাহসী ও নিরপেক্ষ ব্যক্তিদের নাম প্রস্তাব করতে সার্চ কমিটির প্রতি আহবান করা হয়েছে। সেই সাথে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের রাখার প্রস্তাব দেয়া হয়েছে। এছাড়া নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিদের প্রতিনিধিকে রাখার প্রস্তাব দেয়া হয়েছে। কোনো দলীয় সরকারের অধীনে সুবিধাপ্রাপ্ত ব্যক্তি যেন নির্বাচন কমিশনে স্থান না পান, সেই সুপারিশও সার্চ কমিটির কাছে করেছেন কেউ কেউ। এছাড়া সার্চ কমিটির কাছে যে সব নাম প্রস্তাব এসেছে এবং সার্চ কমিটি নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে যাদের নাম প্রস্তাব করবেন, সেসব নাম প্রকাশের আহবান জানিয়েছেন বৈঠকে উপস্থিত অনেকেই। আর বিএনপিসহ যে রাজনৈতিক দলগুলো নাম প্রস্তাব করেনি তাদের সঙ্গেও আলোচনা করতে সার্চ কমিটিকে বলেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সার্চ কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত আজকের বৈঠকে উপস্থিত আছেন সার্চ কমিটির সদস্য হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

 

এর আগে সার্চ কমিটির সদস্যদের নিজেদের মধ্যে হওয়া দ্বিতীয় বৈঠকের পর গত ৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছিলেন সুশীল সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব ও নির্বাচন বিশেষজ্ঞ এমন ৬০ জনের সাথে বসে তাদের অভিমত নেবে এই কমিটি। সে ধারাবাহিকতায় আজ এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

 

সার্চ কমিটির প্রথম বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, ‘ইসি গঠনের ক্ষেত্রে নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে নাম চাওয়া হবে এবং তারা পছন্দের নাম প্রস্তাব করতে পারবেন। এছাড়া ব্যক্তিগত ভাবে কেউ চাইলে নাম প্রস্তাব করতে পারবেন। সে অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আওয়ামী লীগসহ ২৪টি রাজনৈতিক দল ও ৬টি পেশাজীবী সংগঠন নাম জমা দিয়েছে। এছাড়া ব্যক্তি পর্যায়েও নাম প্রস্তাব এসেছে সার্চ কমিটির কাছে। তবে বিএনপিসহ ১৫টি নিবন্ধিত রাজনৈতিক দল নাম জমা দেয়নি।

 

গত ৫ ফ্রেব্রুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন- ২০২২’ অনুযায়ী সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এই সার্চ কমিটি নির্বাচন কমিশনের প্রতিটি পদের জন্য দুটি করে মোট ১০টি নাম সুপারিশ করবে। এরপর রাষ্ট্রপতি সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার কমিশনারের নাম চূড়ান্ত করবেন। এদিকে আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here