ভুল তথ্য দেওয়া হচ্ছে, ইউক্রেনে আগ্রাসনের দাবি মানতে নারাজ রাশিয়া

0
13

বেশ কয়েকদিন ধরে রাশিয়া-ইউক্রেন সংঘাত ঘিরে তপ্ত আন্তর্জাতিকর রাজনীতি। আমেরিকার একাধিকবারই অভিযোগ করে এসেছে বেআইনিভাবে ইউক্রেনে প্রবেশ করতে চাইছে রাশিয়া। কিন্তু রাশিয়ার দাবি, মিথ্যা তথ্য পরিবেশন করা হচ্ছে। মস্কোর অভিযোগ, নিজেদের উগ্র কার্যকলাপ থেকে নজর ঘোরাতেই পশ্চিমী দেশ ও সংবাদ মাধ্যমের একাংশ বিশ্বব্যাপি রাশিয়ান আক্রমণের বিষয়ে একটি বড় আকারের বিভ্রান্তিমূলক প্রচারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ আসন্ন বলে হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা। তার ঠিক পরেই রাশিয়ার বিদেশ মন্ত্রণালয়ের তরফে বিবৃতি জারি করে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। দেশটি বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, ২০২১ সালের শেষের দিকে এবং ২০২২ সালের শুরুতে সংবাদমাধ্যমকে হাতিয়ার করে সার বিশ্বে প্ররোচনা দিয়ে এক অভূতপূর্ব পরিস্থিতি তৈরি করা হয়েছে। সারা পৃথিবীকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে রাশিয়ান ফেডারেশন ইউক্রেনের ভূখণ্ডে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।

রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচতে আমেরিকা ও তাদের মিত্র শক্তি ইতিমধ্যেই তাদের নাগরিকদের ইউক্রেন থেকে দেশে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন। গত শুক্রবার ওয়াশিংটনের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে ইউক্রেনে যেকোনও সময়ে বিমান হানা চালাতে পারে রাশিয়া। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান জানিয়েছেন, আমেরিকানরা যদি ভেবে থাকেন ইউক্রেনে তারা আটকে পড়লে আমেরিকা সেনা পাঠিয়ে তাদের উদ্ধার করবে, তা সম্ভব নয়। তাই তাদের উচিৎ ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেন ছেড়ে দেওয়া।

 

আমরা রাশিয়ান আক্রমণের লক্ষণ দেখতে পারছি, ইউক্রেন সীমান্তে নতুন করে রাশিয়ান সেনাবাহিনী জড়ো হতে শুরু হয়েছে। যেকোনও সময় ইউক্রেনে আক্রমণ করতে পারে রাশিয়া।

এক মার্কিন কর্মকর্তা  জানিয়েছেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গত শনিবার প্রথম দিকেই ঘোষণা করে দেওয়া হয়েছে কিয়েভের মার্কিন দূতাবাসের কর্মীরা যতদ্রুত সম্ভব যেন ইউক্রেন ছেড়ে বের হয়ে আসে। কারণ যে কোনও মুহূর্তে রাশিয়ার আক্রমণের সম্ভাবনা প্রবল।

 

উল্লেখ্য, গত শুক্রবারই আমেরিকা জানিয়েছিল পোল্যান্ডে ৩ হাজার জনের একটি সেনাবাহিনী সেখানে ইতিমধ্যেই উপস্থিত ১ হাজার ৭০০ জন সেনা দলের সঙ্গে যোগ দেবেন।

 

কারণ আমেরিকা তাদের ন্যাটোর বন্ধুদের প্রতিশ্রুতি দিয়েছে যে রাশিয়ান আক্রমণের মুখে তারা তাদের পাশে থাকবে। আমেরিকার পাশাপাশি সম্প্রতি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও তাদের নাগরিকদের যত দ্রুত সম্ভব ইউক্রেন ছাড়তে বলেছে। ব্রিটেন, জাপান, নরওয়ে, ল্যাটভিয়া, নেদারল্যান্ড আগেই তাদের নাগরিকদের এই কথা জানিয়েছিল।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here