আইপিএল মেগা নিলামের দ্বিতীয় দিনেও দল পেলেন না সাকিব আল হাসান। বঙ্গবন্ধু বিপিএলে ব্যাট-বলে দুর্দান্ত ফর্মে থাকা বিশ্বসেরা অলরাউন্ডারের ব্যাপারে এদিনও আগ্রহ দেখায়নি দশ ফ্র্যাঞ্চাইজির কেউ।
ব্যাঙ্গালুরুতে নিলামের প্রথম দিনের দ্বিতীয় রাউন্ডে ডাক আসে সাকিবের। কোনো দল আগ্রহ না দেখালে অবিক্রিত থাকে দুই কোটি রুপি ভিত্তিমূল্যের বাঁহাতি স্পিন অলরাউন্ডার। দ্বিতীয় দিনে ফের বিডে উঠলেও দল জোটেনি তার ভাগ্যে।
সাকিবের দল না পাওয়ার ঘটনায় হতবাক সবাই। অনেকে ভেবেছিলেন, টি-টুয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারীকে পেতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে কাড়াকাড়ি পড়বে। আসরে দুটি দল বাড়ায় আশা বড় হয় টাইগার অলরাউন্ডারকে ঘিরে। কিন্তু অবিক্রিতই থাকতে হল বিশ্বসেরা অলরাউন্ডারকে।
মেগা নিলামে বাংলাদেশি হিসেবে চূড়ান্ত তালিকায় জায়গা পান পাঁচ বাংলাদেশি। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লী। বাকি শরিফুল, তাসকিন ও লিটন বিডেই আসেননি।
সাকিবের দলহীন থাকার পেছনের কারণ হতে পারে আইপিএলের পুরোটা সময় সাকিবকে পাওয়া যাবে কিনা; সেই অনিশ্চয়তা। আইপিএলের শুরু আর শেষের দিকে বাংলাদেশ দলের দুটি সিরিজ আছে। আইপিএলের শুরুর তারিখ চূড়ান্ত না হলেও ধারণা মার্চের শেষ সপ্তাহে শুরু হবে আসরটি। সেক্ষেত্রে দলে নিয়মিত পাওয়া নিয়ে শঙ্কা থাকতো।
২০১১ সালে আইপিএলে অভিষেকের পর তৃতীয়বার আসরে দেখা যাবে না সাকিবকে। ২০১৩ সালে চোটের কারণে খেলেননি, নিষেধাজ্ঞায় ছিলেন ২০২০ সালে, এবার দুইবার নিলামেও এসেও থাকলেন অবিক্রিত।
গত আসরে দুই কোটি ভিত্তিমূল্য থেকে ৩.২০ কোটিতে কলকাতা নাইট রাইডার্সদের হয়ে খেলেছিলেন টাইগার অলরাউন্ডার। বিশ্বের অন্যতম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক আসরে ৭১টি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে ১৯.৮২ গড়ে করেছেন ৭৯৩ রান। বল হাতে ৭.৪৩ ইকোনমিতে শিকার করেছেন ৬৩ উইকেট।