সম্প্রতি প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার সঙ্গে আইনমন্ত্রীর একটি ফোনালাপ ফাঁস হওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এটা তদন্তের বিষয়।
তিনি বলেন, এটা কীভাবে রেকর্ড হলো সেটা দেখার বিষয় আছে। নিশ্চিত না হয়ে আমি কিছু বলতে চাচ্ছি না।
রোববার সচিবালয়ে সড়ক পরিবহণ সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের জন্য টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনুমতি ছাড়া সরকারের কোন এজেন্সি ফোন রেকর্ড করে না। কারা, কী উদ্দেশ্যে, এই ফোন রেকর্ড সংগ্রহ ও প্রচার করলো তার তদন্ত হবে।
এরআগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সড়ক পরিবহন সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণপরিবহন থেকে চাঁদা তোলা বন্ধ, চালকদের ডোপটেষ্ট বাধ্যতামূলক ও পুরোনা যানবাহন চলাচল নিয়ন্ত্রণে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
‘ইনোসেন্ট কনভারসেশন’কে পুঁজি বানানোর চেষ্টা করা হচ্ছে
অডিও ফাঁস প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, একটা ইনোসেন্ট কনভারসেশনকে পুঁজি বানানোর চেষ্টা করা হচ্ছে।
রোববার সচিবালয়ে বাংলাদেশ বার কাউন্সিলের নেতাদের কাছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া ২০ কোটি টাকার প্রণোদনার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, যারা এই অডিও নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে, তারা এতই দেউলিয়া যে, একটা ইনোসেন্ট কনভারসেশনকে (নির্দোষ কথোপকথন) তারা এখন তাদের পুঁজি বানানোর চেষ্টা করছে। তার মানে হচ্ছে, তাদের কাছে কোনো হাতিয়ার নেই। আমার মনে হয়, এটা অবশ্যই তদন্ত করা হবে এবং এটাকে গুরুত্ব দেওয়া আমার মনে হয় সঠিক হবে না।