শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগ চেয়ে চলমান আন্দোলন প্রত্যাহার করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার রাত পৌনে ৮টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান শিক্ষার্থীরা।
ব্রিফিংয়ে আন্দোলনকারীদের মুখপাত্র মুহাইমিনুল বাশার রাজ বলেন, শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে। মন্ত্রী সকল দাবি মেনে নেওয়া ও শিক্ষার্থীদের সকল দাবি আচার্যের কাছে হস্তান্তর করা হবে। শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়ায় আপাতত আন্দোলন প্রত্যাহার করা করা হয়েছে।
এছাড়া শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা ২ মামলা প্রত্যাহার এবং সকল মোবাইল ব্যাংকিং ২/৩ দিনের মধ্যে সচল হবে।
প্রেস ব্রিফিংয়ে রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা শুরুর আহবান জানানো হয়।
গত ১৩ জানুয়ারি ৩ দফা দাবিতে আন্দোলন শুরু হলেও ১৬ জানুয়ারি তা ভিসি বিরোধী আন্দোলনে রূপ নেয়।