গীতিকার কাওসার আহমেদ চৌধুরীর শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। তাকে ধানমন্ডির একটি হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) রাখা হয়েছে। এর আগে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নেন কাওসার চৌধুরী।
কাওসার আহমেদ চৌধুরী ছেলে আহমেদ শাফি চৌধুরী জানান, ‘বাবার মাল্টিপল অর্গান ফেইলিউর।
এই মুহূর্তে বাবার জন্য দোয়া করা ছাড়া আমাদের আর করার কিছু নেই। ’
গীতিকার কাওসার আহমেদ চৌধুরী জ্যোতিষী হিসেবেও তিনি পরিচিত। বাংলাদেশের কয়েকটি ব্যান্ড ও সংগীতশিল্পীর জন্য গান রচনা করেছেন। ব্যান্ড এলআরবি, শিল্পী সামিনা চৌধুরী, লাকী আখান্দ এবং নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কণ্ঠে তার লেখা বেশ কিছু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে।