ড. মুহম্মদ জাফর ইকবাল দম্পতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইমেরিটাস অধ্যাপক হতে চান না। আজ শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন আন্দোলনরত শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন। তিনি জানিয়েছেন, ইমেরিটাস অধ্যাপক হওয়ার ইচ্ছে নেই ড. মুহম্মদ জাফর ইকবাল দম্পতির।
শাহরিয়ার বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা শাবিপ্রবিতে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ইয়াসমিন হকের অবদানের কথা ভেবে তাকে ইমেরিটাস অধ্যাপক হিসেবে স্বীকৃতি দিতে দাবি করেছিলেন।
তবে এ বিষয়ে স্যারের থেকে আগে থেকে মতামত না নেওয়ায় শুক্রবার (১২ জানুয়ারি) শিক্ষামন্ত্রীকে এ বিষয়ে কোনো দাবি জানানো হয়নি।
তিনি বলেন, ইমেরিটাস অধ্যাপকের বিষয়ে পরে স্যারকে জানানো হলে তিনিসহ অধ্যাপক ইয়াসমিন হক ম্যাম সবার প্রতি সম্মান রেখেই ইমেরিটাস অধ্যাপক হতে ইচ্ছুক নন বলে জানান। এর আগে, ড. মুহম্মদ জাফর ইকবাল এবং তার স্ত্রী ইয়াসমিন হককে ইমেরিটাস অধ্যাপক হিসেবে চেয়েছিলেন শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীরা।