শাবিপ্রবি উপাচার্যের বিষয়ে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবেন: শিক্ষামন্ত্রী

0
11

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে শিক্ষামন্ত্রী ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যকার বৈঠক।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন: আন্দোলনকারীদের দাবিদাওয়া আচার্য তথা রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের কাছে পৌঁছে দেওয়া হবে। তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন ।

আগে শুক্রবার দুপুরে চলমান আন্দোলন নিয়ে কথা বলতে ১১ সদস্যের প্রতিনিধি দলের সাথে সিলেট সার্কিট হাউসে বৈঠকে বসেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী।

বৈঠকে শিক্ষার্থীরা এক দফা দাবিতে অটল থাকেন। তারা ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদকে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, রাবার বুলেট নিক্ষেপ ও সাউন্ড গ্রেনেডের হুকুমদাতা হিসেবে অভিহিত করেন।

এছাড়া পুলিশি হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচ, মামলা প্রত্যাহারের দাবিও জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here