রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সমুদ্রপথ অবরোধের অভিযোগ

0
15

রাশিয়া ইউক্রেনের সমুদ্রপথ আটকে রেখেছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।

 

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী মইত্রো কুলেবা’র বরাতে বিবিসি’র অনলাইন প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সেনারা নৌ মহড়ার জন্য আজভ সাগর পুরোপুরিভাবে এবং কৃষ্ণসাগরে প্রবেশ প্রায় বন্ধ করে দিয়েছে।

 

আগামী সপ্তাহে ইউক্রেনের দক্ষিণে অবস্থিত দুটি সাগর কৃষ্ণসাগর ও আজভ সাগরে রাশিয়ার নৌ মহড়া অনুষ্ঠিত হবে। মহড়া চলাকালে ক্ষেপণাস্ত্র ও গোলাগুলির প্রশিক্ষণ হবে উল্লেখ করে উপকূলের সবাইকে দূরে থাকার জন্য সতর্ক করেছে তারা।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “বিশাল এলাকাজুড়ে নজিরবিহীন মহড়ার আয়োজন করা হয়েছে। এতে উভয় সাগরেই জাহাজ চলাচল অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।”

 

ইউক্রেনের উত্তরাঞ্চলে প্রতিবেশী দেশ বেলারুশে ১০ দিনের যৌথ সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। এর পাশাপাশি ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে নৌ মহড়া শুরু করতে যাচ্ছে মস্কো।

 

ইউক্রেন সীমান্তে প্রায় লক্ষাধিক সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া। যে কোনো সময় রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে বলে বার বার সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তবে রাশিয়া ধারাবাহিকভাবে ইউক্রেন আক্রমণের বিষয়টি অস্বীকার করে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here