নির্বাচন কমিশন গঠনে ১০ জনের নামের তালিকা জমা দিলো আওয়ামী লীগ

0
10

নির্বাচন কমিশন গঠনে মন্ত্রিপরিষদ বিভাগে ১০ জনের নামের তালিকা জমা দিয়েছে আওয়ামী লীগ।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের পক্ষে দলটির তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ ও উপ-দফতর সম্পাদক সায়েম খান মন্ত্রিপরিষদ বিভাগে এ তালিকা জমা দেন।

ড. সেলিম মাহমুদ বলেন, আওয়ামী লীগের সভাপতির নির্দেশে মন্ত্রিপরিষদ বিভাগে অনধিক ১০ জনের নাম জমা দেয়া হয়েছে। এ দেশের মানুষ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেবে। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সভাপতি ও সভাপতিমণ্ডলীর সদস্যবৃন্দ এই তালিকা প্রস্তুত করেছে। বিএনপি নাম জমা না দিলেও সার্চ কমিটি প্রশ্নবিদ্ধ হবে না।

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে জাসদ, জাতীয় পার্টিসহ ২৫টি নিবন্ধিত রাজনৈতিক দল ইতোমধ্যে তাদের প্রস্তাবিত নাম জমা দিয়েছে। এখন পর্যন্ত প্রায় আড়াইশ নাম জমা পড়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here